Site icon Jamuna Television

সোমালিয়ান দস্যুদের সাথে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চলতি মাসেই সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকরা মুক্ত হতে পারেন। তাদের সাথে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্ধারের তৎপরতা চলছে। বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে আছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে তাদের সুস্থভাবে ফিরিয়ে আনা যাবে।

এ সময় মন্ত্রী জানান, সরকারের চেষ্টা ছিল নাবিকদের ঈদের আগেই বাড়ি ফেরত আনার; তবে- সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। নাবিকদের সাথে নানাভাবে যোগাযোগ করা হচ্ছে। তারা সুস্থ আছেন।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর দখল নেয় সোমালিয়ার জলদস্যুরা। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে।

/এনকে

Exit mobile version