Site icon Jamuna Television

সরকারের হরিলুটে মানুষের ঈদ আনন্দ ফিঁকে হয়ে গেছে: রিজভী

সরকারের দুর্নীতি আর হরিলুটের কারণে দেশের মানুষের ঈদ আনন্দ ফিঁকে হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশবাসীর নাভিশ্বাস উঠছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, ঈদে বাড়ি যেতে প্রতি পদক্ষেপে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। টিকিটের দাম দ্বিগুণ করা হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অনলাইন টিকিট করায় খেটে খাওয়া মানুষ টিকিট কাটতে পারছে না। অথচ এই মানুষগুলো কম টাকায় আগে ট্রেনে যাতায়াত করতেন।

বিএনপির এ নেতা আরও বলেন, কুকি-চীন দেশের মানুষের ওপর নানা ধরনের নিপীড়ন করছে। আর সেটা নিয়ে কথা বললে বিএনপির ওপর দায় চাপিয়ে দিচ্ছে সরকার। এটা স্বৈরাচারী সরকারের মনোভাব বলেও উল্লেখ করেন তিনি।

/এমএন

Exit mobile version