Site icon Jamuna Television

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

ফাইল ছবি।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও পর্যালোচনার বিষয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (৯ এপ্রিক) সন্ধ্যা সাড়ে ৬টায় মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপন হবে বৃহস্পতিবার ১১ এপ্রিল।

/এএস

Exit mobile version