Site icon Jamuna Television

বেসিককে নেয়ার ঘোষণায় কমলো সিটি ব্যাংকের শেয়ার দর

বেসিক ব্যাংকের সাথে একীভূত হওয়ার ঘোষণার পরের দিনই দাম কমলো সিটি ব্যাংকের শেয়ারের। এক দিনের ব্যবধানে দাম কমার হার প্রায় আড়াই শতাংশ।

ঈদের ছুটি শুরু হওয়ার আগ মুহূর্তে মঙ্গলবার (৯ এপ্রিল) সিটি ব্যাংকের শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।

এর আগে, গত ১৯ মার্চ সিটি ব্যাংকের বোর্ডকে দুর্বল বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেয়া হয়। গতকাল সোমবার এ ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। তারপরই একীভূত হবার ঘোষণা আসে।

গতকাল সিটি ব্যাংকের শেয়ারের দাম ছিল ২২ টাকা ৯০ পয়সা। কিন্তু মঙ্গলবার লেনদেনের শুরুতেই কোম্পানির শেয়ারের দাম ৬০ পয়সা কমে যায়। সারাদিনে হাতবদল হয় মোট ১৭ লাখ ১৫ হাজার শেয়ার। লেনদেন শেষে দর কমে দাঁড়ায় ২২ টাকা ৪০ পয়সায়।

এর আগে, পদ্মা ব্যাংকের সাথে একীভূত হওয়ার পর এক্সিম ব্যাংকের শেয়ারের দামও ফেস ভ্যালুর নিচে নেমে এসেছিল।

/এমএন

Exit mobile version