Site icon Jamuna Television

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন মেয়র লিটন-খালেক

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ বিষয়ে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিজ নিজ পদে থাকাকালীন তারা (এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তালুকদার আব্দুল খালেক) এই পদমর্যাদা পাবেন। একই সঙ্গে বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে, ২০১৯ সালেও এই দুই মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়।

/এএম

Exit mobile version