Site icon Jamuna Television

চাঁদ ওঠেনি দেশের আকাশে, বৃহস্পতিবার ঈদ

ফাইল ছবি।

দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বুধবার ৩০ রমজান পালন করা হবে। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন জেলাতে জেলার দায়িত্বপ্রাপ্তরা চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত করে, তারা কোথাও চাঁদ দেখতে পাননি। এছাড়া, ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনও চাঁদ দেখতে পায়নি।

সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। বাংলাদেশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ২৯ রমজান সম্পন্ন হলো। কিন্তু সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার।

এদিকে, গতকাল সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এসব অঞ্চলে রমজান মাস ৩০ দিনে গড়ানো নিশ্চিত হয়। মধ্যপ্রাচ্যে আজ ৩০ রমজান পালিত হচ্ছে। ফলে কাল বুধবার মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া, এবার সবার আগে বিশ্বে ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানায় অস্ট্রেলিয়া। সেখানেও ৩০ রমজান শেষে কাল ঈদুল ফিতর উদযাপন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা।

/আরএইচ/এমএন

Exit mobile version