Site icon Jamuna Television

ইচ্ছেমতো মুরগি-গরুর মাংসের দাম হাঁকছেন ব্যবসায়ীরা

এ যেন মগের মুল্লুক! নেই কোনো তদারকি, না আছে অভিযান। নিজেদের ইচ্ছেমতো মাংসের দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীতে মাত্র ৩ দিনে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। ৮শ’ টাকার নিচে মিলছে না গরুর মাংস।

কৃষি বিপণন বিভাগের নির্ধারিত দর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের ঢিমেতালে বাজার তদারকির মতো সব উদ্যোগই রোজার শেষ সপ্তাহে এসে অদৃশ্য হয়ে গেছে। আর এই সুযোগটা ঈদের আগে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন মাংস বিক্রেতারা।

তাতে দাম বেড়ে কেজিপ্রতি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। কোনো নির্ধারিত দর নেই গরুর মাংসের বাজারে। ঈদের আগের কেনাকাটায় চাহিদা যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে দামও চড়ছে। দু’দিন আগে এক কেজি গরুর মাংস মিলেছে ৭২০ থেকে ৭৫০ টাকায়। আর এখন তা ৮শ’ টাকা।

মূল্য তালিকা ঝুলিয়ে রাখা হলেও সে দরে মিলছে না খাসীর মাংস। এর স্বাদ নিতে চাইলে কেজিপ্রতি গুণতে হবে ১২শ’ টাকা।

/এমএন

Exit mobile version