Site icon Jamuna Television

ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে?

ঈদের দিন ঢাকাসহ সারাদেশে দাবদাহ থাকবে না। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। কাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

১১ এপ্রিল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর তাপমাত্রার সম্পর্কে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মুসলিম উম্মাহর বৃহৎ এ ধর্মীয় উৎসবের দিন ধীরে ধীরে অল্প অল্প করে খাবার ও পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম জানান, একমাস রোজা রাখার পর শরীরের পরিবর্তনের দিকে খেয়াল রেখে বেশি ভোগ থেকে বিরত থাকতে হবে। স্বাভাবিক খাবারের রুটিনে ফিরতে রোজাদারদের শরীরের কিছুদিন সময় লাগে।

/এমএন

Exit mobile version