Site icon Jamuna Television

ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ২৫

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১০ এপ্রিল) উপত্যাকার ২ স্থানে বর্বর হামলায় প্রাণ গেছে অন্তত ২৫ ফিলিস্তিনির।

এদিন রাতে হামলা চালানো হয় গাজার নুসেইরাত ক্যাম্প এলাকায়। আবাসিক এলাকায় লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এতে প্রাণ যায় ১৪ জনের। এরমধ্য ৪ শিশুও রয়েছে।

অন্যদিকে দেইর আল বালাহতে চালানো হামলায় প্রাণ গেছে আরও ১১ জনের। এরমধ্যে ৫ নারী রয়েছেন। এর পাশাপাশি বিমান হামলাও চালানো হয় অন্যান্য স্থানে।

মূলত আবাসিক স্থাপনা এবং শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। গত ৬ মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ইতোমধ্যে ৩৩ হাজার ৩শ ছাড়িয়েছে।

/এমএইচ

Exit mobile version