Site icon Jamuna Television

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাকের চালক, সহকারী নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত তিনটার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে, পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী অারেকটি ট্রাক। ফলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

নিহত চালকের নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানায়। আর সহকারী আবদুর রশীদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Exit mobile version