Site icon Jamuna Television

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন অবস্থায় আরেক বাংলাদেশির মৃত্যু

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সোহেল নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) স্থানীয় তেলুক ইন্তান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে।

এর আগে, বুধবার ঈদুল ফিতরের ছুটিতে ঘুরতে বের হন মালয়েশিয়া প্রবাসী আট বাংলাদেশি। দুপুরের দিকে পেরাক রাজ্যের কাম্পার এলাকার এক্সপ্রেসওয়েতে আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের বহন করা গাড়িটি। মুহূর্তেই পেছনে থাকা লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।

নিহত সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তারা হলেন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামের করিম সর্দারের দুই ছেলে মো. আব্দুল্লাহ ও হাফেজ মো. হুমায়ূন ওরফে সোহেল এবং একই এলাকার মো. শাহাবুদ্দির মিয়ার ছেলে মো. সোহেল ও মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে হঠাৎ টায়ার ফেটে গেলে গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক। বাম পাশে ছিটকে পড়লে আরেক লরির ধাক্কায় ঘটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবদুল্লাহ ছাড়া বাকি সবাই ক্যামেরন হাইল্যান্ডসের একটি বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানায় দেশটির পুলিশ।

/এএস

Exit mobile version