Site icon Jamuna Television

নওগাঁয় অতিরিক্ত মদ্যপানে ৩ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট নওগাঁ:

নওগাঁর মান্দায় অতিরিক্ত মদ্যপানে করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)। 

ওসি মোজাম্মেল হক কাজি জানান, বিকেলে পাকুরিয়া গ্রামের পাশে একটি ফাঁকা জায়গায় তারা পড়ে ছিলো। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, উদ্ধারের সময় পাশে মদের বোতল পড়ে ছিল। এছাড়া তাদের মুখ থেকে মদের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version