Site icon Jamuna Television

জামালপুরে রোহিঙ্গা যুবক আটক

ছবি: সংগৃহীত

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের ইসলামপুরে পৌর এলাকা থেকে মো: রুবেল (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে পৌরসভার মোশারফগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল মায়ানমারের রাখাইন রাজ্যের মন্ডুপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে থাকতেন।

পুলিশ জানায়, দুপুরে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে মোশারফগঞ্জ এলাকায় অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হলে সুস্থ হয়।

এসময় তিনি রোহিঙ্গা পরিচয়টি জানালে তাকে আটক করে থানায় রাখা হয়। তবে তিনি কি কারণে ও কেনো এখানে এসেছে তা জানাতে পারেনি পুলিশ।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে। তার সাথে কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

/আরআইএম

Exit mobile version