Site icon Jamuna Television

চট্টগ্রামে তেলের মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম ভেজিটেবল অয়েল মিলের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার মতো চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, তারা আজ শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২৭ মিনিটে আগুনের খবর পায়। কর্ণফুলী, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ৯টা ২০-এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগা ভবনটির পাশেই তেলের মজুত ছিল। ভবনটির বাইরে আগুন ছড়িয়ে না পড়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

এখনও এই আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কেবল জানানো হয়, ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

/এমএন

Exit mobile version