Site icon Jamuna Television

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

ছবি- সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার মো. বেলায়েত শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি গোপালগঞ্জের কাশিয়ানীতে যাচ্ছিল। পদ্মা সেতুর ওপরে উঠার পর মাইক্রোবাসটির পিছনের চাকা ফেটে যায়। পরে চালক তৈয়ব গাড়ি থেকে নেমে চাকা মেরামতের চেষ্টা চালান। এ সময় পেছন থেকে এসে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসটির চালক।

ঘটনার পর মোটরসাইকেল চালক আজমীর হোসেন (২৮) ও তার স্ত্রী শ্রাবণী ইসলামকে (২৭) আটক করে পুলিশ ও সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক এএসএম জিয়াউল হায়দার বলেন, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এনকে

Exit mobile version