Site icon Jamuna Television

‘শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশগামী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে কার্পণ্য করা যাবে না। তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিশ্ববাজারে পাঠাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে সরকার। এমন মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল, মানিকগঞ্জ ও সাতক্ষীরায় তিনটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রীর সাথে থেকে উন্নয়নের ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে আহবান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, দক্ষতা বাড়িয়ে প্রবাসে শ্রমিক পাঠানোর বিকল্প নেই। এজন্য জেলায় জেলায় নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এসব কেন্দ্রে ভাষাসহ প্রশিক্ষণ পাওয়ায় রাজধানীর উপর চাপ কমবে বলে জানান নুরুল ইসলাম বিএসসি।

Exit mobile version