Site icon Jamuna Television

ছুটি শেষের আগেই ঢাকায় ফিরছে মানুষ, ছাড়ছেনও অনেকে

ঈদের তৃতীয় দিনও ট্রেন ও বাসে ঢাকা ছাড়ছে মানুষ। একইসাথে অনেকে ঢাকা ফিরতেও শুরু করেছেন। তবে ঢাকা ছাড়া মানুষের চাপই বেশি। আজ শনিবার (১৩ এপ্রিল) বাস ও রেল স্টেশনে গিয়ে তা দেখা গেছে।

ভোর থেকেই সড়কের পাশাপাশি রেলপথে যাত্রীর দেখা মেলে কমলাপুর স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ।

ঢাকায় ফিরে আসা যাত্রীরা জানান, হাতে এখন ছুটি থাকলেও আসার টিকিট সঙ্কটে আগেই চলে এসেছেন তারা। এই বাড়তি ছুটি ঢাকাতেই পরিবারের সদস্যদের নিয়ে কাটাবেন।

আর আজ ঢাকা ছাড়া নগরবাসীদের অনেকে বলছেন, ঈদের সময়কার যাত্রাপথের ভোগান্তি এড়াতেই এখন গ্রামের বাড়ি যাচ্ছেন তারা। সকাল থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের ট্রেনগুলো।

/এমএন

Exit mobile version