Site icon Jamuna Television

ভাষানটেকে গ্যাস লিকেজে দগ্ধ নারীর মৃত্যু

ফাইল ছবি।

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মেহেরুন্নেসা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, ওই নারীর শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

এছাড়া সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজা ৩০ শতাংশ এবং সুজন নামে আরেক জন ৪৩ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার রাজধানীর ভাষানটেকের ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। সবার অবস্থায়ই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

/এনকে

Exit mobile version