Site icon Jamuna Television

রাজধানীতে অতিরিক্ত মদপানে শিক্ষার্থীর ‍মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলিফ্যান্ট রোডের এলাকার একটি বাসায় অতিরিক্ত মদপানে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম মো. মাহি রশিদ দীপ্ত (১৭)। তিনি ব্রিটিশ কাউন্সিলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ছিলেন। নিহত মাহি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দয়জপুর গ্রামের মামুনুর রশিদ মামুনের সন্তান। তারা বর্তমানে নিউমার্কেটের এলিফ্যান্ট রোড ৭/এ নম্বর বাড়িতে ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসায় বন্ধু-বান্ধব নিয়ে অতিরিক্ত মদপান করে সে অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/এনকে

Exit mobile version