Site icon Jamuna Television

‘ডেঙ্গুতে বিনা চিকিৎসায় মৃত্যু নয়, এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ’

এবার ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইনের অভাব হবে না। কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ঈদে সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা পরিদর্শন শেষে শনিবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নে এ জবাব দেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের আগে মশা নিধন বেশি জরুরি। ডেঙ্গুর পিক মৌসুমে গত বছরের চেয়ে এবার রোগী বেশি হবে এমন শঙ্কা থেকেই স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে।

এর আগে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জরুরি বিভাগ, ডায়ালাইসিস সেন্টার, আইসিইউ ও এইচডিইউসহ নানা বিভাগ পরিদর্শন করেন।

ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান সামন্ত লাল সেন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

/এমএন

Exit mobile version