Site icon Jamuna Television

শৈশবের বন্ধুদের সাথে ক্রিকেট খেলায় মেতে উঠলেন মাশরাফী

নড়াইল করেসপনডেন্ট:

এবার শৈশবের বন্ধুদের সাথে ক্রিকেট খেলায় মেতে উঠলেন ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার (১৩ এপ্রিল) ঈদের ৩য় দিনে নড়াইলে এসেই স্কুল বন্ধুদের ১৯৯৯ ব্যাচের হয়ে টেপ টেনিস বলের খেলায় মাঠে নামেন দেশসেরা এই ক্যাপ্টেন।

জাতীয় দলে যেমন নেতৃত্ব দিয়েছিলেন বন্ধুদের ক্রিকেটে ক্যাপ্টেন মাশরাফী। দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। মেতে উঠেছেন খুনসুটি আর হাসি-ঠাট্টায়ও।

মূলত, নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৩২ দলের ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। বিদ্যালয়টির ১৯৯০ থেকে ২০২১ সালের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলায় ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে এক উইকেট পান মাশরাফী। পেয়েছেন ম্যাচসেরার খেতাবও।

এসময় মাশরাফী জানান, এই টুর্নামেন্টে আয়োজনের পেছনে উদ্দেশ্য রয়েছে। ঈদের পরে পুনর্মিলনীর মাধ্যমে ক্রিকেটকে উজ্জীবিত করা যাতে ছেলেরা অন্য কোন বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে। সর্বোপরি এতগুলো ব্যাচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে এটা অনেক আনন্দের। খেলে তিনি ও তার বন্ধুরা অনেক আনন্দ পেয়েছেন বলেও জানান মাশরাফী।

/এএস

Exit mobile version