Site icon Jamuna Television

মইনুলের গ্রেফতারে রাজনীতি নেই: নাসিম

নৈতিক স্খলনের কারণে আইনের ভিত্তিতেই ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই বলেন তিনি।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সকালে স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বৌদ্ধ নেতারা।

এসময় সকলকে এক হয়ে আগামী নির্বাচনে নৌকার জন্য কাজ করার আহবান জানান ১৪ দলের মুখপাত্র। তিনি বলেন, ব্যারিস্টার মঈনুলের বক্তব্যের জন্য সকলেরই তার নিন্দা জানানো উচিত।

জোটের আসন ভাগাভাগি নিয়ে শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরিকদের সাথে বসবেন বলেও জানান তিনি।

Exit mobile version