Site icon Jamuna Television

ইসরায়েল থেকে ঢাকায় বিমান আসার ঘটনা রহস্যজনক: রিজভী

ইসরায়েল থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বললেন, এই ঘটনা রহস্যজনক।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

দেশে দুর্নীতির বিস্তার ঘটেছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত। রাষ্ট্রীয় অর্থ হরিলুট করে চলছে ক্ষমতাসীনরা। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতির টাকায় সরকারি দলের লোকেরা স্বর্গরাজ্য গড়ে তুলেছে।

বিএনপির এ নেতা দাবি করেন, জনগণের কাছে ‘ডামি সরকারের’ কোনও জবাবদিহিতা নেই। আওয়ামী লীগের আধিপত্যের জেরে জনপদের পর জনপদ রক্তাক্ত হয়ে উঠছে।

/এমএন

Exit mobile version