Site icon Jamuna Television

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিকী ছবি।

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের ইসলামপুরে ঈদ উপলক্ষে মা-বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে এসে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীর পানিতে ডুবে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।

নিহত দুই শিশুর নাম মিনহাজ (৯) ও মিনাল (৭)। তারা উপজেলার বেলগাছা ইউনিয়নে জারুল তলা গ্রামের আজহার আলীর সন্তান।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে মা চায়না আক্তারসহ তার দুই ছেলে ও স্বামী আজহার আলীকে সাথে নিয়ে চর শিশুয়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা যমুনার শাখা নদীর নতুন পানিতে গোসল করতে নামে ওই দুই ভাইসহ স্থানীয় শিশুরা। সাঁতার না জানায় পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাস্থল দূর্গম চরাঞ্চল হওয়ায় মরদেহ আসতে সময় লাগতে পারে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version