Site icon Jamuna Television

ভূমিকম্পে কেঁপে উঠলো তিব্বত

চীনের দক্ষিণ-পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ এপ্রিল) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর, রয়টার্স।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেয়ের (জিএফজেড) তথ্যমতে, ৫ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে। প্রাথমিকভাবে তারা ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৫ দশমিক ৭।

উল্লেখ্য, তিব্বত চীনা প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। ১৯৫০ সালে অঞ্চলটি বেইজিংয়ের নিয়ন্ত্রণে আসে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটোনিক প্লেটটি দুভাগে ভেঙে যাচ্ছে। এর ফলে ক্রমাগত সংঘর্ষে ভারতীয় টেকটোনিক প্লেটের ওপরের অংশও বিকৃত হচ্ছে যা এই অঞ্চলে ভূমিকম্পের অন্যতম কারণ।

/এমএইচআর

Exit mobile version