Site icon Jamuna Television

পটুখাখালীতে ভাতিজার দায়ের কোপে চাচা খুন

ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকিতে ভাতিজার দায়ের কোপে চাচা সাবেক পুলিশ সদস্য আ. আজিজ সিকদারের (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত ছেলে শহিদ শিকদার (২৮) ঘটনার সময় হঠাৎ উত্তেজিত হয়ে ৩-৪ জন প্রতিবেশীর ঘরের দরজা, জানালা পিটিয়ে ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে তার চাচার হাতে থাকা ধারালো দা কেড়ে নিয়ে তাকেই কুপিয়ে গুরুতর জখম করে সে। প‌রে স্থানীয় লোকজন এক‌ত্রিত হয়ে শহিদকে ধ‌রে পুলিশে সোপর্দ করে।

অপর‌দি‌কে গুরুতর আহত অবস্থায় আ‌জিজকে উদ্ধার করে তাৎক্ষ‌নিকভা‌বে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর দুপুর আড়াইটার দি‌কে তার মৃত্যু হয়।

এ‌দিকে আটক শহিদ সিকদারের ভাই সবুজ সিকদার দাবি ক‌রেন, সৌদি আরব থে‌কে ফিরে শহিদ বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। পূর্ব বিরোধ না থাকলেও মানসিক ভারসাম্য হারিয়ে এমন ঘটনা ঘটেছে বলে দাবি তার।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান জানান, নিহত আ‌জিজ শিকদা‌রের মরদেহ বরিশাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। পরব‌র্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, খু‌টিনা‌টি সব‌কিছু আমরা খু‌জে দেখা হচ্ছে, সব তথ্য উপাত্ত যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version