Site icon Jamuna Television

ইরানের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও

সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ‘ট্রু প্রমিজ’ নামে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর শাপাশি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ইরানের সাথে সমন্বয় করে একাধিক ড্রোন ছুঁড়েছে গোষ্ঠীটি। যার সবগুলো একই সময়ে ইসরায়েলে আঘাত হানার কথা, বলে জানিয়েছে সংস্থাটি। বলা হয়, ইসরায়েলি বন্দরগুলো সম্ভাব্য টার্গেট। ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কার কথাও জানায়। এদিকে গোলান মালভূমি এলাকায় বিপুল সংখ্যক রকেট ছুঁড়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।

উল্লেখ্য, টেলিগ্রাম চ্যানেলে দেয়া বার্তায় গোষ্ঠীটি দাবি করে, ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। টার্গেট করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।

/এমএইচআর

Exit mobile version