Site icon Jamuna Television

বাইডেনকে নেতানিয়াহুর ফোন, ইরানের হামলা থেকে রক্ষায় চাইলেন সহযোগিতা

ছবি- টাইমস অব ইসরায়েল

ইরানের মুহুর্মুহু ড্রোন হামলার পর জরুরি পরিস্থিতিতে জো বাইডেনের সাথে ফোনালাপ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। এ সময় দুই নেতা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পরে আরেক বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে পেন্টাগন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার স্থানীয় সময় বিকেলে নিজ বাড়ি ডেলওয়ারে থাকাকালীন ইরানের হামলার খবর পান তিনি। সফর সংক্ষিপ্ত করে তৎক্ষণাৎ রওনা দেন ওয়াশিংটনের উদ্দেশ্যে। হোয়াইট হাউসে পৌঁছেই বৈঠক করেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে। ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এনকে

Exit mobile version