Site icon Jamuna Television

ইরান-ইসরায়েল উত্তেজনায় আকাশসীমা বন্ধ ঘোষণা তিন দেশের

ফাইল ছবি

ইসরায়েলে হামলার জেরে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে জর্ডান, ইরাক ও লেবানন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেসামরিক বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে এই তিন দেশ। এছাড়া, কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তারা বিমান পরিচালনার রুট পরিবর্তন করবেন।

আকাশসীমা বন্ধের ঘোষণা কার্যকরের সময় উড্ডয়ন কিংবা অবতরণ করতে পারবে না কোনো ফ্লাইট। বন্ধ থাকবে ট্রানজিটও। কয়েক ঘণ্টার জন্য অব্যাহত থাকবে এই নির্দেশ। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দেশগুলো।

এদিকে, ইরানের হামলার পরপরই আকাশসীমা বন্ধ করেছে ইসরায়েল। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট।

এর আগে, শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন, মিসাইল ও ব্যালেস্টিক হামলা চালিয়েছে ইরান। মূলত সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান।

/এনকে

Exit mobile version