Site icon Jamuna Television

ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, অফিস খুলছে কাল

শেষ হয়ে এলো ঈদ উদযাপনের দিনগুলো। আনন্দের সুখস্মৃতি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কেউ চাকরি, কেউ-বা যোগ দেবেন ব্যবসায়। তাই তো ফিরতে হচ্ছে এই নগরে। কাল সোমবার (১৫ এপ্রিল) থেকে খুলছে অফিস।

ঢাকায় ফেরা মানুষেরা জানিয়েছেন, যাওয়া ও আসার পথে তাদের ঝামেলা হয়নি। তবে যারা ঈদের সময় ছুটি পাননি, তারা এখন ঢাকা ছাড়ছেন তুলনামূলক আরামে। যাওয়ার থেকে ঢাকায় ফেরার মানুষের সংখ্যা বেশি। কমলাপুর রেল স্টেশনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও আজ রোববার (১৪ এপ্রিল) সকালে এই চিত্র দেখা যায়।

ঢাকায় আসার পথে সড়কে ছিল না কোনো ভোগান্তি। নগরও তুলনামূলক ফাঁকা। তাই স্বস্তি নিয়েই কাজে যোগ দিতে ঢাকায় আসতে পারছেন মানুষ। সপ্তাহজুড়েই রাজধানীতে ফিরবেন নগরবাসী।

/এমএন

Exit mobile version