Site icon Jamuna Television

ইরান-ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

ফাইল ছবি

ইসরায়েলে ইরানের হামলা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় রোববার (১৪ এপ্রিল) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে হবে এই বৈঠক।

নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মাল্টা জানিয়েছে এই তথ্য। এর আগে, নিজ দেশে হামলার পরই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে ইসরায়েল। তাদের আবেদনের প্রেক্ষিতেই ডাকা হয়েছে এই বৈঠক।

শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। তিন শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

/এনকে

Exit mobile version