Site icon Jamuna Television

ইসরায়েলে বড় ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ইরানের

ছবি-সিএনএন

তেল আবিব সামান্য ক্ষয়ক্ষতির কথা বললেও ইসরায়েল অভিযানে বড় সাফল্যের দাবি করেছে ইরান। দেশটির দাবি, তাদের ছোঁড়া ড্রোন-মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে। তেহরানের একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে এই তথ্য।

তাদের দাবি, বিমান ঘাঁটি এলাকায় আঘাত হেনেছে অন্তত সাতটি মিসাইল। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটিটি। নিজেদের বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও তা সামান্য বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।

দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভুখণ্ডে হামলা চালিয়েছে ইরান। এর জেরে, ইসরায়েলে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এক হাজারের অধিক মানুষ জমায়েত হয় এমন সব ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

/এনকে

Exit mobile version