Site icon Jamuna Television

ইরানে ইসরায়েলের পাল্টা হামলায় বাইডেনের ‘না’

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই ভূ-পাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা এ-ও স্বীকার করেছে, ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।

ইসরায়েলও আবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি ইরানের পক্ষ থেকেও তেমনই আশঙ্কা রয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যেই বাইডেন এমন আহ্বান জানালেন।

এদিকে, ইরানের মুহুর্মুহু ড্রোন হামলার পর জরুরি পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। এ সময় ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা।

পরে আরেক বিবৃতিতে ইরানের এই হামলার নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ‘সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায়’ তিনি এই হামলার নিন্দা করছেন।

হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস জানায়, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক পদক্ষেপের কারণে ইরানের আক্রমণ প্রতিহত করা হয়েছে বলে বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন জো বাইডেন। নেতানিয়াহুকে তিনি এ-ও বলেন, ‘আপনি একটি জয় পেয়েছেন, এই জয়টিই নিন।’

এর আগে, পেন্টাগন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার স্থানীয় সময় বিকেলে নিজ বাড়ি ডেলওয়ারে থাকাকালীন ইরানের হামলার খবর পান তিনি। সফর সংক্ষিপ্ত করে তাৎক্ষণিক রওনা দেন ওয়াশিংটনের উদ্দেশে। হোয়াইট হাউসে পৌঁছেই বৈঠক করেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে। ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ সহায়তার ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

/এমএন

Exit mobile version