Site icon Jamuna Television

শেরপুরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ

শেরপুর প্রতিনিধি:

ঈদের আগের দিন ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব-মারামারি। এরই জেরে শেরপুর সদরের একটি গ্রামে তাণ্ডব চালিয়েছে প্রতিপক্ষ। অন্তত ২৫টি বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। আতঙ্কে ঘরছাড়া হয়েছেন অনেকে। ঈদ উদযাপন করতে পারেননি গ্রামের অনেকে।

এখনও রয়েছে বাড়িতে-বাড়িতে তাণ্ডবের চিহ্ন। আতঙ্কের জনপদে পরিণত হয়েছে সদরের চৈতনখিলা বটতলা গ্রাম। ফিকে হয়ে গেছে ঈদ আনন্দ।

ঈদের আগের দিন ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের কথাকাটাকাটি হয়। মারধরও করা হয় একজনকে। এরই জেরে ইউপি সদস্য হারুনের নেতৃত্বে প্রতিপক্ষের বেশকিছু বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। চালানো হয় লুটপাট।

এ ব্যাপারে ফোনে শেরপুর সদর থানার ওসি এমদাদুর হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। সংঘাত-সহিংসতা বন্ধে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এটিএম/

Exit mobile version