Site icon Jamuna Television

ঈদের ছুটি শেষে আজ থেকে শুরু ব্যাংকিং কার্যক্রম

ঈদের নিয়মিত ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে ব্যাংকের নিয়মিত কার্যক্রম। ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী উপস্থিতি বেশ ভালো। কিন্তু গ্রাহকদের আনাগোনা বেশ কম। ব্যাংকাররা বলছেন, আগামী সপ্তাহ থেকে লেনদেনে গতি বাড়বে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে শাখাগুলোতে দেখা গেছে ব্যাংকাররা নিজেদের মধ্যে এবং গ্রাহকদের সাথে কুশলাদি বিনিময় করেছেন। সকাল ১০টা লেনদেন শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ছুটির মধ্যে ইন্টারনেট ব্যাংকিং সেবা নিয়েছেন গ্রাহকরা। এটিএম বুথেও পর্যাপ্ত টাকার সরবরাহ ছিল। এখান থেকে সার্বক্ষনিক নেবা নিতে পেরেছেন অনেকে। সিআরএমে টাকা জমা দেয়ার সেবাও অব্যাহত ছিল।

গ্রাহকরা বলছেন, মোবাইল ব্যাংকিংয়েরও সেবা নিতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণে বেশি প্রয়োজন না হলে লেনেদেনের জন্য শাখায় অনেকে আসেন না।

এটিএম/

Exit mobile version