Site icon Jamuna Television

মোস্তাফিজে মুগ্ধ গিলক্রিস্ট

ছবি: সংগৃহীত

এ যেন এক অন্যরকম মোস্তাফিজুর রহমান। চলতি আইপিএলে নিজের খোলশ ছেড়ে বেড়িয়েছেন কাটার মাস্টার। বল হাতে তো আলো ছড়াচ্ছেনই সেই সাথে ফিল্ডিয়েও দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। তাইতো প্রশংসা কুড়িয়েছেন সাবেক অজি কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের।

মাথিশা পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়ে আলোচনায় মোস্তাফিজ। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় চমৎকারভাবে বল মুঠোবন্দি করেন তিনি। তাতেই শূন্য রানে ফিরতে হয় সুরিয়া কুমার যাদবকে। মোস্তাফিজের ক্যাচের দারুণ প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার গিলক্রিস্ট।

অস্ট্রেলিয়ান কিংবদন্তী এ ক্রিকেটার, মোস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। যেভাবে সে ব্যালেন্সের পাশাপাশি তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে সেটা অসাধারণ। সুরিয়া কুমার উইকেটে থাকলে যে কোনো কিছুই ঘটতে পারতো। ওই এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়।

চেন্নাইয়ের বোলারদের প্রশংসা করেছেন সাইমন ডুল। এই ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান। তবে নিয়েছেন একটি উইকেট। খরুচে বোলিং করলেও মোস্তাফিজ পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন বলে মনে করেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল।

সাবেক এ কিউই ক্রিকেটার বলেন, চেন্নাইয়ের বোলাররা দারুণ করেছে। বিশেষ করে শার্দুলের ১৫তম ওভার, মাত্র দুটি রান দিয়েছে। দেখুন,একটা সময় মোস্তাফিজ ওয়াইড দিচ্ছিলো কিন্তু পেছন থেকে ধোনি হাত তালি দিচ্ছিলো। আপনাকে বুঝতে হবে ওয়াইড গেলেও তারা তাদের প্ল্যান থেকে সরে আসেনি। ওয়াইড যাবে এটা জানতো তারা তবুও পরিকল্পনাতে স্থির ছিল।

টুর্নামেন্টের ৫ ম্যাচে এখন পর্যন্ত ফিজের ঝুলিতে আছে ১০ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি রয়েছেন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।

/আরআইএম

Exit mobile version