Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, মানুষের রোগ না হোক এটাই চাওয়া। তবে কেউ ডেঙ্গু আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সরকারি হাসপাতালগুলোয় ঈদের ছুটিতে সেবার কোনো ঘাটতি হয়নি। সেবা না পাওয়ার কোনো অভিযোগ মেলেনি। প্রান্তিক এলাকার জনগণও সেবা পেয়েছে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতেও অনেক হাসপাতাল পরিদর্শন করেছি। স্যালাইনের যে সঙ্কট ছিল সেটা নিয়ে কাজ চলছে। আগামীতে এমন কোনো সঙ্কট হবে না বলেও প্রত্যাশা করেন তিনি।

/এএস

Exit mobile version