Site icon Jamuna Television

বয়লার বিস্ফোরণে কলেজ ছাত্রীসহ নিহত ২

গাইবান্ধায় বয়লার বিস্ফোরণে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। এদিকে বিষ্ফোরণের খবরে হার্ট অ্যাটাকে মারা যান চাতাল মালিকও।

স্থানীয়রা জানায়, আজ সকালে সাদুল্ল্যাপুর উপজেলার পশ্চিমপাড়ার রুপালি চালকলে বয়লার চালু হয়। এর পরপরই বিস্ফোরণে কেপে ওঠে এলাকাটি। বিষ্ফোরণে চাতালে অবস্থানরত কলেজ ছাত্রী শারমিন আকতার দগ্ধ হন। আহত হন শ্রমিক ফুল মিয়া ও উজ্জল মিয়া।

স্থানীয়রা তিনজনকে সাদুল্যাপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় শারমিনের। শারমিন জয়েনপুর আর্দশ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

Exit mobile version