Site icon Jamuna Television

ইরান-ইসরায়েল উত্তেজনায়ও গাজায় থামেনি আগ্রাসন

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেও গাজায় থামেনি আগ্রাসন। সোমবার (১৫ এপ্রিল) গাজা সিটি, রাফাহসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে তেল আবিব।

ফিলিস্তানের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানায়, রাফার তাল আল সুলতান এলাকায় হামলায় প্রাণ গেছে একই পরিবারের চার জনের। যাদের মধ্যে রয়েছে এক শিশুও। ধ্বংসস্তূপের নিচে চাপা থাকতে পারে অনেক মরদেহ, এমন শঙ্কাও করা হচ্ছে। হামলা হয়েছে উত্তর গাজায়ও।

স্থানীয়দের ঘর-বাড়ি আর শরণার্থী শিবির লক্ষ্য করে ছোড়া হয় বোমা আর মুহুর্মুহু গুলি। জাবালিয়া মসজিদে প্রাণ গেছে অন্তত ১ জনের। নিরাপদ ছাদের খুঁজে বেইত হানুনের একটি স্কুলে আশ্রয় নেয় বহু ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৬ মাসে প্রাণ গেছে প্রায় ৩৩ হাজার ৮শ’ মানুষের। আর আহতের সংখ্যা সাড়ে ৭৬ হাজার।

/এএস/এমএন

Exit mobile version