Site icon Jamuna Television

আটলান্টিক কাউন্সিলের সূচকে ‘অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত’ ক্যাটাগরিতে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে ‘অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৬৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম।

আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের (গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট) ফলাফল জানাতে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর এক হোটেলে এক সম্মেলনের আয়োজন করা হয়। এতে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এর আগে, আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

পিটার হাস বলেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক, অর্থনৈতিক ও মত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য। ২২ বছর ধরে এসব সূচকে অবনতি হচ্ছে বাংলাদেশের। এ বছর ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

আর সমৃদ্ধি সূচকে ‘অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধ’ ক্যাটাগরিতে ১৬৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। যা মধ্যম আয়ের দেশ ও সরকারের রুপকল্প-২০৪১ বাস্তবায়নের পথে বিরাট বাধা বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বললেন, বাংলাদেশের সমৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে কাজ করবে যুক্তরাষ্ট্র।

প্রতিযোগিতামূলক অর্থনীতির জন্য প্রতিযোগিতামূলক রাজনীতি প্রয়োজন বলে অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

/এএস/এমএন

Exit mobile version