Site icon Jamuna Television

আবার কী হলো ফেসবুকের!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে কিছুটা বিভ্রান্তিতে পড়েছেন অনেকে। অনেকের প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

ধারনা করা হচ্ছে, ফেসবুকের সার্ভারে কারিগরি সমস্যার কারণে এমনটা হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে, গত ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখতে সমস্যা হয়েছিল। সে সমস্যাও দ্রুতই সমাধান করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

তারও কয়েকদিন আগে গত ৫ মার্চ বিশ্বজুড়ে ফেসবুক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই সময় লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। অনেকেই সে সময় ভেবেছিলেন, হয়ত তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে। বিশ্বজুড়ে এ নিয়ে তুমুল হইচই শুরু হলে তখন বন্ধ হওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায় মেটা।

/এআই

Exit mobile version