Site icon Jamuna Television

যেভাবে রাখা যাবে শাওয়ালের ৬ রোজা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখল অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারাবছর ধরেই রোজা রাখল। (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)

শাওয়াল মাসের এই ৬ রোজা ঈদের পরের দিন থেকেই রাখা যায়। কেউ চাইলে টানা ৬ দিনে এই রোজা পালন করতে পারবেন। অথবা একাধারে রাখতে না পারলে বিরতি দিয়ে রাখতে পারবেন।

চলতি মাসের বৃহস্পতিবার (১১ এপ্রিল) পালিত হয় ঈদ উল ফিতর। ওই দিন থেকে শুরু হয় শাওয়াল মাস। সেই হিসেবে আগামী মে মাসের ৯ তারিখ হবে শাওয়াল মাসের ২৯ তারিখ। চাঁদ দেখার ওপর নির্ভর করে শাওয়াল মাস আরও একদিন বাড়তে পারে। সেই হিসেবে, আগামী মে মাসের ৯ তারিখের মধ্যে শাওয়ালের ৬ রোজা রাখার সময়।

কাজের চাপ বা ব্যস্ততা থাকলে, যেকেউ একদিন রোজা রেখে আরেকদিন বিরতি নেওয়ার পদ্ধতি অবলম্বন করতে পারেন। এভাবেই দুই সপ্তাহ সময় নিয়ে তার ৬টি রোজা পূর্ণ হয়ে যাবে।

এছাড়াও আরেকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখা সুন্নত। এর বাইরে অনেকে আইয়ামে বিজের প্রতি আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে হাদিসে বর্ণিত নফল রোজা। অনেকেই এ সময়ে রোজার আমল করে থাকেন। তারা এই রোজার সঙ্গে শাওয়ালের রোজার নিয়ত করতে পারেন। আগে ও পরে মিলিয়ে আরও তিন দিন রোজা রাখলেই সহজেই শাওয়ালের রোজা আদায় হয়ে যাবে।

/এআই

Exit mobile version