Site icon Jamuna Television

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী (৭৭) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। সাদেক আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, এই আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ১১ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। ভোর ৩টা ২৭ মিনিটের দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে রাতেই কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সাদেক আলীর মারা যান। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।

/এএস

Exit mobile version