Site icon Jamuna Television

দক্ষিণে মশা নিয়ন্ত্রণে, হবে না জলাবদ্ধতা: তাপস

ফাইল ছবি।

মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আজ বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর বাংলামোটর এলাকার পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র তাপস। সেখানেই এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী অবহেলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোথায় মশার উপদ্রব বাড়লে আমরা ব্যবস্থা নেব।

এ বছর দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা হবে না জানিয়ে তাপস বলেন, গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল, এবার সে এলাকায় কাজ করা হয়েছে। তাই জলাবদ্ধতা না হওয়ায় সম্ভাবনা আছে। পানি প্রবাহের ব্যবস্থা করায় জলাবদ্ধতা রোধ করা যাবে। শহরের দুএকটি জায়গা ছাড়া এখন কোথাও জলাবদ্ধতা হয় না।

তাপস জানান, জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করা হবে। জনগণকে নান্দনিক একটি পার্ক উপহার দেয়া হবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে আগাম উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

/এএম

Exit mobile version