Site icon Jamuna Television

নারীর সাথে অশালীন আচরণকারী পুলিশ সদস্য শনাক্ত

পুলিশ চেকপোস্টে সিএনজি আরোহী এক নারীর সাথে ট্রাফিক পুলিশের বাদানুবাদ ও অশালীন মন্তব্যের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিজেদের ফেসবুক পেজে আজ রাতে একথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।

ফেসবুক পোস্টে জানানো হয়, চেকপোস্টে সিএনজি আরোহী এক নারীর সাথে পুলিশের বাদানুবাদের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে ডিএমপি। এঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় ফেসবুক পোস্টে।

এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কেউই আইনের উর্ধ্বে নয়।

Exit mobile version