Site icon Jamuna Television

বিড়ালকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালো দুবাই পুলিশ

বিড়ালকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালো দুবাই পুলিশ। উদ্ধার করার ভিডিওচিত্রটি সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (১৭ এপ্রিল) এমনটা জানিয়েছে দুবাই ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ। সংবাদ মাধ্যমটিতে ‘দুবাই মিডিয়া অফিস’-এর এক্স হ্যান্ডলার থেকে প্রকাশিত ভিডিওটি সংযুক্ত করা হয়।

ভিডিওতে দেখা যায়, জলাবদ্ধ এলাকায় আটকে পড়া একটি বিড়াল থেমে থাকা একটি গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। দরজার হাতল ধরে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিড়ালটিকে। বানের জলে ভেসে গেলে খড়কুটো পেলেও আঁকড়ে ধরে মানুষ, বিড়ালটিকে দেখে ওরকম কিছু মনে হচ্ছিল।

পরে দুবাই পুলিশের উদ্ধারকারী একটি দল বিপদগ্রস্ত বিড়ালটিকে উদ্ধার করে। মার্জারটির আশ্রয় হয় নৌকায়। নৌকা ভেসে চলে বানের জলে। আর বিড়ালটিও দাঁড়িয়ে থেকে দেখে তার খানিক আগের অতীত। পরে প্রাণী সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয় সেটিকে।

ভিডিওটি এক্সে পোস্ট করা হয়েছে। ক্যাপশন দেয়া হয়েছে– ‘দুবাইতে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ।’ তা দেখে একজন হৃদয়গ্রাহী এক মন্তব্য করেন– ‘ভালোবাসা থেকেই আদতে জন্ম হয় ভালোবাসার’।

/এএম

Exit mobile version