Site icon Jamuna Television

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত: বিবিসি

ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি রুশ সেনা। দুবছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এতো সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি। বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে তারা।

নিহত সেনাদের কবর সংখ্যা, সামাজিকমাধ্যমের তথ্য-উপাত্তসহ নানা উৎস বিশ্লেষণ করে সেনা মৃত্যুর সংখ্যা হিসাব করেছে সাংবাদমাধ্যমটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের যুদ্ধের দ্বিতীয় বছরে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩০০ জনের বেশি রুশ সেনার, যা প্রথম ১২ বছরের তুলনায় অন্তত ২৫ শতাংশ বেশি।

বলা হচ্ছে, নতুন বছর মস্কো তুলনামূলক বেশি সাফল্য পেলেও তা ব্যাপক প্রাণহানির বিনিময়ে এসেছে। তাদের দাবি, দুই বছরেরও বেশি সময়ের এই যুদ্ধে ৫০ হাজার রুশ সেনার মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

বিবিসি জানিয়েছে, এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো আমলে নিলে রুশ সেনা মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের কয়েক গুণ বেশি হবে।

/এএম

Exit mobile version