Site icon Jamuna Television

গুলশানে বারের সামনে হাতাহাতি, ৩ নারী গ্রেফতার

মধ্যরাতে রাজধানীর গুলশানে বারের সামনে মারামারির ঘটনায় তিন নারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন শারমিন আক্তার মিম, ফাহিমা ইসলাম তুরিন ও নুসরাত আফরিন।

ডিএমপির ডিবি প্রধান হারুন-অর-রশীদ বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। মারামারিতে অংশ নেয়া সকল নারীই মদ্যপ ছিলেন। নেশাগ্রস্থ অবস্থায় কথা কাটাকাটির জেরেই তারা মারমুখী হয়ে উঠেন।

এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, এক নারীকে তিন-চারজন নারী মিলে মারধর করছে। গত ১৪ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে।

প্রকাশ্যে এমন মারামারির ঘটনা সামাজে নেতিবাচক প্রভাব ফেলে জানিয়ে হারুন-অর-রশীদ জানান, লাইসেন্স ছাড়া নারীদের কাছে মদ বিক্রির জন্য বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/এমএন

Exit mobile version