Site icon Jamuna Television

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসমাবেশ আজ

আজ বুধবার প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেটের রেজিস্ট্রি মাঠে বেলা দু’টায় শুরু হবে এই সমাবেশ। মঙ্গলবার সন্ধ্যায়ই সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতারা।

রাতে নেতা-কর্মীদের নিয়ে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি’র মাজার জিয়ারত করেন ড. কামাল হোসেন। এসময় তিনি বলেন,
সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার জন্যই জাতীয় ঐক্য হয়েছে। জাতীয় ঐক্যের লক্ষ্য এবং উদ্দেশ্য সমাবেশে তুলে ধরা হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেটের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। তারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই হবে সমাবেশ। রেজিস্ট্রি মাঠের সমাবেশ থেকে সাত দফা দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে বলে জানা গেছে।

Exit mobile version