Site icon Jamuna Television

খাশোগি হত্যা : বোকার মতো পরিকল্পনা, নিকৃষ্ট ধামাচাপা বললেন ট্রাম্প

ইতিহাসের দুর্বলতম উপায়ে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। দুর্বল পরিকল্পনা আর বোকার মতো বাস্তবায়নে ফেঁসে যাচ্ছে অপরাধীরা। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউজে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, শুরু থেকেই অত্যন্ত বাজে পরিকল্পনা নিয়ে এগিয়েছে চক্রান্তকারীরা। তাই এটি কার্যকর করা উচিত হয়নি। খাশোগি হত্যায় জড়িতরা ফেঁসে যাবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

খাশোগি নিখোঁজ হওয়ার পর থেকে একের পর এক পরস্পরবিরোধী ব্যাখ্যা দিচ্ছে সৌদি প্রশাসন। যে কারণে বিশ্বজুড়ে ক্ষুন্ণ হয়েছে রিয়াদের ভাবমূর্তি। এ ঘটনায় মার্কিন প্রশাসন মিত্র সৌদি আরবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেও তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। অবশ্য হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে, সন্দেহভাজন ২১ সৌদি নাগরিকের ভিসা বাতিলের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version